জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন


জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়  বিতর্ক সংগঠন। ২০০৫ সালের ২৩ ডিসেম্বর এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়য়ের অভ্যন্তরে ও বাইরে বিতর্ক অঙ্গনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন জাতীয় বিতর্ক আয়োজনে মেধাবী কৃতিত্ব অরজনের মাধ্যমে  বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করছে। "Let be lightened" শ্লোগান নিয়ে ২০০৫ সালের ২৩ ডিসেম্বর ৭ জন বিতার্কিক নিয়ে যাত্রা করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জুডো)। আবদুল্লাহ আহমেদ চৌধুরী প্রতিষ্ঠাতা সভাপতি ও মাজহারুল ইসলাম রাজন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠার পর থেকে জুডো এখন পর্যন্ত ৬টি আন্তঃ বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, ৮টি আন্তঃ বিভাগ বিতর্ক প্রতিযোগিতা, ৮টি আন্তঃ হল বিতর্ক প্রতিযোগিতা ও ৫টি জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করে। জুডো ২০১১ সালে বিভিন্ন প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হওয়াসহ ১০টি পুরস্কার লাভ করে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন প্রতি সোম, মঙ্গল ও বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে বিকাল ৪টা থেকে নিয়মিত বিতর্ক অনুশীলন কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রতি মঙ্গলবার বিশেষভাবে ইংরেজি বিতর্ক কার্যক্রম পরিচালনা করা হয়।

সর্বোপরি মেধা, মনন আর সৃষ্টিশীল, অসাম্প্রদায়িক , যুক্তিবাদী  সমাজ বিনির্মাণই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন এর মূল লক্ষ্য।

 

মন্তব্যসমূহ

  1. বাংলা সাহিত্যকে বিশ্বমানে করার প্রয়াসে সরকারের উদাসীনতা এর পক্ষে বিতর্কটা একটু দিতে পারবেন Plz

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

জনপ্রিয় পোস্টসমূহ